রামু হতে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ
ভোরের টেকনাফ ডেস্ক::
শামসুদ্দিন : রামু থেকে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- আলীকদম থানার আমতলী পাড়ার আব্দুল মোতালেবের আব্দুর রশিদ(২৬), নাইক্ষ্যংছড়ির মৃত মোঃ ইসলামের মেয়ে গুরা মিয়ার স্ত্রী মাহমুদা বেগম(৪১), কুতুপালং ক্যাম্পের 1-W. F Block-15, লম্বাশিয়া গ্রামের মকতুল হোসেনের এনামুল হাসান(২২) (রোহিঙ্গা)। জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম নির্দেশে পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, জেলা গোয়েন্দা শাখা, কক্সবাজার এর নেতৃত্বে কক্সবাজার ডিবি পুলিশের একটা দল কক্সবাজারের রামু থানাধীন গর্জনীয়া এবং পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ১লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিসকভার মোটর সাইকেল উদ্ধার সহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি লাইক এবং শেয়ার করুন…