ঠাকুরগাঁওয়ে নতুন করে ২জন আক্রান্ত হয়ে করোনায় সনাক্ত মোট ২০৪
আব্দুল্লাহ্ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁও জেলায় ৩০ জুন মঙ্গলবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দুই উপজেলা মিলে আক্রান্ত- ০২ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৪ জনে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী,
ঠাকুরগাঁও জেলার করোনা আক্রান্তের পরিসংখ্যানে,
ঠাকুরগাঁও সদর উপজেলায়-৬২ জন।
বালিয়াডাঙ্গী উপজেলায়-৫২ জন।
রানীশংকৈল উপজেলায়-২৬ জন।
পীরগঞ্জ উপজেলায়-৩০ জন।
হরিপুর উপজেলায়-৩৪ জন
সহ জেলায় মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা-২০৪ জন।
সর্বশেষ -২০৪ জন আক্রান্তের মধ্যে -১৩৪ জন সুস্থ ও পূর্বে সদর ও রানীশংকৈল দুই উপজেলায় একজন পুরুষ ও একজন মহিলার মৃত্যু হয়েছে।